শর্তাবলী (Terms & Conditions)
১. জিলসফট প্রো অফলাইন এডিশন টি পার পিসি / পার চেম্বার / পার ডাক্তার হিসাবে বিক্রিত।
- পিসি ভিন্ন হলে, চেম্বার ভিন্ন হলে বা ডাক্তার ভিন্ন হলে নতুন সফটওয়্যার ক্রয় করতে হবে।
২. অফলাইন সফটওয়্যারে কোন মাসিক বিল নেই।
৩. সফটওয়্যারের মেয়াদ পার পিসি লাইফটাইম। একই পিসিতে সফটওয়্যার আনইন্সটল/উইন্ডোজ নতুন করে ইন্সটল যতবার খুশি দেয়া যাবে । শুধুমাত্র নতুন পিসিতে ইন্সটল করতে চাইলে নতুন করে সফটওয়্যার ক্রয় করতে হবে।
৪. পিসি নষ্ট হলে সফটওয়্যার নতুন করে ক্রয় করতে হবে।
৫. একাধিক পিসিতে ব্যবহার করতে চাইলে সফটওয়্যার নতুন করে ক্রয় করতে হবে। এক্ষেত্রে পিসির সংখ্যা অনুসারে মূল দামের উপর গ্রাহক ডিসকাউন্ট পাবেন।
৬. কর্পোরেট গ্রাহকগণ (ওষুধ কোম্পানী/ডায়াগনোস্টিক/হাসপাতাল) যারা নূন্যতম ৩টি সফটওয়্যার একসাথে ক্রয় করবেন তারা কর্পোরেট দামে সফটওয়্যার পাবেন।
৭. কর্পোরেট গ্রাহকগণ হতে নূন্যতম ৩টি সফটওয়্যার ক্রয় করতে হবে।
৮. অফলাইন সফটওয়্যারের ডেটাবেজ এর সম্পূর্ণ কন্ট্রোল গ্রাহকের হাতে থাকে। এর ব্যবস্থাপনা ও ব্যাকআপ গ্রাহক নিজ দায়িত্বে নিয়মিত করবেন।
৯. প্যাড/পেজ সেটআপ ও ইমেজ হেডার ডিজাইন ব্যতীত, সফটওয়্যারের কাস্টমার সার্ভিস ফ্রি। গ্রাহকগণ তাদের রেজিস্টার্ড মোবাইল নং হতে কল/whatsapp এ মেসেজ প্রদানের মাধ্যমে কাস্টমার সার্ভিস বিনামূল্যে নিতে পারবেন।
১০. ইমেজ হেডার ও প্যাড সেটআপ এর চার্জ নিম্নরূপ- ইমেজ হেডার = ৫০০/-, প্যাড সেটআপ চার্জ ১,০০০/-
১১. SMS চার্জ ৮০ পয়সা পার এসএমএস। অ্যাকাউন্টে নূন্যতম ১,০০০/- লোড করতে হবে।
১২. ক্লাউড সিঙ্ক সার্ভিস (সিরিয়াল নেবার সার্ভিস) এর চার্জ মাসিক ৫০০/- পার পিসি হিসাবে।
১৩ অনলাইন ক্লাউড এর মূল্য - ১২,০০০/- (প্রতি বছর)
১৪. অনলাইন ক্লাউডে গ্রাহক নিজ নামে সার্ভার পাবেন যেমন- zilsoft.net/tanzil
১৫. অনলাইন ক্লাউডে আনলিমিটেড ডিভাইস ব্যবহার করা যাবে। পিসি/ল্যাপটপ/ম্যাকবুক/মোবাইল/ ট্যাব সবগুলো থেকেই অ্যাক্সেস করতে পারবেন।
১৬. অনলাইন ক্লাউডে ফাইলআপলোড গুগল ড্রাইভ নির্ভর। ডেটা কন্ট্রোল ইউজারের কাছে থাকবে।
১৭. সময়রের সাথে কোম্পানী পলিসি অনুসারে শর্তাবলী পরিবর্তনযোগ্য।
গোপনীয়তা নীতি (Privacy Policy)
১. অফলাইন সফটওয়্যারের ডেটাবেজ গ্রাহকের কাছে থাকে এবং জিলসফটের ডেটাবেজে কোনরূপ অ্যাক্সেস নেই।
২. অনলাইন পেইড/ ক্লাউড সফটওয়্যারের ক্ষেত্রে জিলসফট ডেটাবেজসমূহে গোপনীয়তা আন্তর্জাতিক স্টান্ডার্ড পলিসি অনুসারে রক্ষা করে।
৩. জিলসফট গ্রাহকের কোন ডেটা থার্ড পার্টি কোন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেনা। এ ব্যাপারে জিলসফটের অবস্থান দৃঢ় ও পরিষ্কার।