ফ্রি প্রেসক্রিপশন সফটওয়্যার বাংলাদেশ - ZilSoft
জিপি প্রাকটিশনারদের জন্য ফ্রি প্রেসক্রিপশন সফটওয়্যার সার্ভিস দিচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় প্রেসক্রিপশন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান জিলসফট।
বিনামূল্যের প্রেসক্রিপশন সফটওয়্যারের সুবিধাটি পাওয়া যাবে জিলসফটের অনলাইন ঠিকানা https://zilsoft.net ব্যবহার করে।
স্মার্ট প্রেসক্রিপশন ও ডিজিটাল কনসেপ্ট দেশে জনপ্রিয় হচ্ছে। দূর্বোধ্য হাতের লেখা জনীত জটিলতা এড়াতে হাইকোর্ট নির্দেশনা দিয়েছে ছাপানো প্রেসক্রিপশন ব্যবহারের। পিসি বা কম্পিউটার থেকে একজন এমবিবিএস বা বিডিএস ডাক্তার রেজিস্ট্রেশন করে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন বিনামূল্যের প্রেসক্রিপশন সফটওয়্যার সার্ভিস।
জিলসফটের অন্যতম ফিচার এর সহজ ইন্টারফেস ও আধুনিক ফিচার। টেম্পলেট ব্যবহার করে প্রেসক্রিপশন লেখার সুযোগ রয়েছে। ওষুধের ব্রান্ড নেম, জেনেরিক নেম সহ ক্যাপিটাল লেটারে লেখার সুযোগ থাকছে সফটওয়্যারে।
বর্তমানে সফটওয়্যারটি ফ্রি ও পেইড দু ধরণের সার্ভিসই প্রোভাইড করছে। প্রেসক্রিপশন সফটওয়্যারটির রয়েছে অনলাইন ও অফলাইন ভার্সন। প্রো-ভার্সন অফলাইনের জন্য কোন ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই। সফটওয়্যার নির্মাতা চিকিৎসক হওয়ায় সফটওয়্যারটি ক্লিনিক্যাল প্রাকটিসে প্রাকটিক্যাল ওরিয়েন্টেড করে তৈরী করা হয়েছে।
বিনামূল্যের প্রেসক্রিপশন সফটওয়্যারের সুবিধাটি পাওয়া যাবে জিলসফটের অনলাইন ঠিকানা https://zilsoft.net ব্যবহার করে।
স্মার্ট প্রেসক্রিপশন ও ডিজিটাল কনসেপ্ট দেশে জনপ্রিয় হচ্ছে। দূর্বোধ্য হাতের লেখা জনীত জটিলতা এড়াতে হাইকোর্ট নির্দেশনা দিয়েছে ছাপানো প্রেসক্রিপশন ব্যবহারের। পিসি বা কম্পিউটার থেকে একজন এমবিবিএস বা বিডিএস ডাক্তার রেজিস্ট্রেশন করে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন বিনামূল্যের প্রেসক্রিপশন সফটওয়্যার সার্ভিস।
জিলসফটের অন্যতম ফিচার এর সহজ ইন্টারফেস ও আধুনিক ফিচার। টেম্পলেট ব্যবহার করে প্রেসক্রিপশন লেখার সুযোগ রয়েছে। ওষুধের ব্রান্ড নেম, জেনেরিক নেম সহ ক্যাপিটাল লেটারে লেখার সুযোগ থাকছে সফটওয়্যারে।
বর্তমানে সফটওয়্যারটি ফ্রি ও পেইড দু ধরণের সার্ভিসই প্রোভাইড করছে। প্রেসক্রিপশন সফটওয়্যারটির রয়েছে অনলাইন ও অফলাইন ভার্সন। প্রো-ভার্সন অফলাইনের জন্য কোন ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই। সফটওয়্যার নির্মাতা চিকিৎসক হওয়ায় সফটওয়্যারটি ক্লিনিক্যাল প্রাকটিসে প্রাকটিক্যাল ওরিয়েন্টেড করে তৈরী করা হয়েছে।